নতুন মামলায় সালমান এফ রহমানসহ গ্রেফতার ৮

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ নতুন মামলায় ৮ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

অন্যরা হলেন- সাবেক এমপি ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এম এ আজহারুল ইসলাম ও ঢাকার সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) তাজুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সিএমএমে আদালতে, গুলশান থানার অস্ত্র মামলা ও উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগারওয়াল, বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদার, পল্লবী থানার মো. আবিদ হত্যাচেষ্টা মামলায় কামাল আহমেদ মজুমদার, যাত্রাবাড়ী থানার মনজুরুল ইসলাম জিসান হত্যাচেষ্টা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখান আদালত।

সিজেএম আদালতে, আশুলিয়া থানার এক হত্যা মামলায় ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এবং আরেক মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রফতার দেখানো হয়েছে। এছাড়া সাভার থানার আরও ৬ মামলায় এনামুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

এদিন সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।