কমলাপুরে যাত্রীদের ভোগান্তি (ফটো স্টোরি)

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দুপুর থেকে ট্রেন বন্ধ থাকায় স্টেশনে বসে অপেক্ষা করছেন যাত্রীরা

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। ট্রেন কখন চলবে, তা জানতে পেরে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকতে দেখা যায়।

ট্রেনের যাত্রীরা কথা বলছেন স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে

ট্রেন বিলম্ব দেখে অনেকে ফিরে যাচ্ছেন

ট্রেনের মধ্যে বসে অপেক্ষায় যাত্রীরা

ট্রেন বন্ধ থাকায় জিনিসপত্র নিয়ে স্টেশনে বসে আছেন এক যাত্রী

স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা