অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় ভিড় বেড়েছে মেলায়ও। তবে তৃতীয় দিনেও পুরোপুরি গোছানো নয় বইমেলা প্রাঙ্গণ। এখনও প্রস্তুত নয় সবকটি স্টল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলা ঘুরে দেখা যায়– বেশিরভাগ স্টলের সামনে এখনও নির্মাণ কাজে ব্যবহার করা কাঠের টুকরো পড়ে আছে। ধুলোবালি ও পড়ে থাকা ইটের টুকরো পাঠক ও দর্শনার্থীদের হাঁটা-চলায় বাধা সৃষ্টি করছে।
পাঠক নাসরিন আক্তার বলেন, দোকানের সামনে পড়ে থাকা ইট ও কাঠের টুকরাগুলোর জন্য চলতে অসুবিধা হচ্ছে। আর মেলা প্রাঙ্গণটি বালিযুক্ত হওয়ায় মানুষের হাঁটা-চলায় বালি উড়ছে। এখনও অনেক স্টল প্রস্তুত নয়। শিশু চত্বরে এখনও সিসিমপুরের মঞ্চটি বানানো হয়নি।
এ বিষয়ে বইমেলার সদস্যসচিব সরকার আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় আজকে বইমেলা অনেক বেশি পরিচ্ছন্ন। এখনও কয়েকটি স্টল বসানো বাকি এবং কিছু কাজ বাকি থাকায় একটু অপরিচ্ছন্ন লাগছে। তবে কয়েকদিনের মধ্যে একটি সুন্দর ও পরিপাটি বই মেলা মানুষ দেখবে।
“তবে ধুলাবালির ব্যাপারটি অন্যরকম। মেলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতার দায়িত্বে যারা আছে তারা মেলা শেষে এবং শুরুর আগে পানি দিচ্ছে। কয়েকবার করে পানি দেওয়া হয় কিন্তু বালির কারণে কিছু সময়ের মধ্যেই ধুলার সৃষ্টি হয়।"