ভয়ে পালিয়ে গিয়েও রক্ষা হয়নি, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বাসচালক

তুচ্ছ ঘটনার জেরে সন্ত্রাসীদের গুলিতে মো. জাকির হোসেন (৩৯) নামে এক বাসচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতেই আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জাকির পরিবার নিয়ে বাড্ডার আনন্দ নগর থাকতেন। তিনি আন্তঃজেলা বাসচালক জানিয়ে তার শ্বশুর আলম হোসেন বলেন, গত কয়েক মাস আগে এলাকায় একটা তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী আশরাফ আমার নাতীকে বকাঝকা ও মারধর করেন। এ নিয়ে আমার জামাই (জাকির) প্রতিবাদ করেন। ওই সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

তিনি বলেন, আশরাফ রামপুরা বাড্ডা এলাকার প্রভাবশালী চন্দন গ্রুপের আত্নীয়। এ ঘটনার পর থেকে ভয়ে বাস চালানো বন্ধ রেখেছিলো জাকির। শুধু তাই নয়, ভয়ে এলাকা ছেড়ে দিয়ে পরিবারসহ খিলঁগাও সিপাহিবাগ চলে যায়। গতকাল রাতে রামপুরা ব্রিজের পাশে বাস পার্কিং করে একটি চায়ের দোকানের সামনে দাঁড়ান জাকির। এ সময় আশরাফ গ্রুপের লোকজন তাকে ৩ থেকে ৪ রাউন্ড করে। পরে সেখান থেকে তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে পরে ঢামেক হাসপাতাল ভর্তি করা। এরপর সকালে জাতীয় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।