শিশুমেলা মোড়ে আন্দোলনে আহতদের অবস্থান, বন্ধ যান চলাচল

পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। এতে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। 

রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে অবস্থান নেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম। তিনি বলেন, ‘পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছেন চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এখন পর্যন্ত যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।’

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। মধ্যরাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনের জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি ও পূর্ণবাসনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন।  

তারা জানান, একটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর আবার আমদের কেন দাবি-দাওয়া জন্য আন্দোলন করবো। আমরা এ দেশের জন্য আন্দোলন করছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করছি। অথচ আমাদের কোনও মূল্যায়ন করছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনও মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমাদের পূর্ণবাসান করছে না। কোনও উপার্জনের ব্যবস্থার করা হচ্ছে না।