বইমেলার প্রথম দিনে নতুন বইয়ের সুবাস

‘জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। অধিকাংশ স্টল পুরোপুরিভাবে প্রস্তুত না হলেও কিছু স্টলে বই বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে বইমেলায় মানুষের উপস্থিতি ছিল কম। তবে প্রথম দিনে নতুন বইয়ের সুবাস নিতে সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে ছুটে এসেছে বইপ্রেমীরা। 

বইয়ের স্টলে দর্শনার্থীদের ভিড়

যারা এসেছেন তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখছেন। বাংলা একাডেমির প্রাঙ্গণ জুড়ে ছিল জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ব্যানার ও পোস্টার। ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘যখন জাতি ঐক্যবদ্ধ হয়, ইতিহাস নতুন পথ তৈরি করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ’, ‘হামার বেটাক মারলু ক্যানে?’ স্লোগান সম্বলিত পোস্টার টানানো হয়েছে।

বাংলা একাডেমির প্রাঙ্গণ জুড়ে জুলাই গনঅভ্যুত্থানের বিভিন্ন ব্যানার

বইমেলার প্রথম দিনে স্টল ঘুরে ঘুরে বই দেখছেন বইপ্রেমীরা

নতুন বই দেখাতে ব্যস্ত বিক্রয়কর্মীরা

বইমেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা

জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদের মায়ের উক্তি সমৃদ্ধ ফেস্টুন