জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল আলমসহ ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ইউনাইটেড সুপার ট্রেডার্সের জন্য ঋণ নেওয়ার নামে ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে চট্টগ্রামের খাতুনগঞ্জের ইসলামী ব্যাংকের শাখা থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। অনুসন্ধানের পর ২০২৪ সালের ৩ অক্টোবর পর্যন্ত ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাত, হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের তথ্য পাওয়া গেছে।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম (৩৮), সেঞ্চুরী ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী (৩৮), পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান (৪১), ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মো. কামরুল হাসান, সাবেক স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ সালেহ জহুর, সাবেক পরিচালক প্রফেসর মো. নাজমুল হাসান (৭০), সাবেক পরিচালক ড. মো. ফসিউল আলম, সাবেক সদস্য আবু সাইদ মোহাম্মদ কাশেম, জামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ মনিরুল মাওলা, মো. মাহবুব উল আলম (৭০), তাহের আহমেদ চৌধুরী (৬৯), হাসনে আলম (৬৫), মো. আব্দুল জব্বার (৬৮), মো. সিদ্দিকুর রহমান (৬৫), এ এ এম হাবিবুর রহমান (৬৫), মোহাম্মদ সাঈদ উল্লাহ (৬৫), মো. ওমর ফারুক খান (৬৬), জে কিউ এম হাবিবুল্লাহ, মুহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ আলী, মো. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, মো. আলতাফ হোসেন, মোহাম্মদ সাব্বির, জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, মিফতাহ উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, আবুল ফাইয়াজ মোহাম্মদ কামাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, কাজী মো. রেজাউল করিম, খালেদ মাহমুদ রায়হান (৪৬), মোহাম্মদ ইহসানুল ইসলাম (৪৮), মো. মনজুর হাসান (৫২), মুহাম্মদ সিরাজুল কবির (৫০), মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী (৪৭), মো. ছাদেকুর রহমান (৫৫), মো. মুছা চৌধুরী (৭১), মোহাম্মদ রফিক (৫৭), এস এম নেছার উল্লাহ (৩৯), আরশাদুর রহমান চৌধুরী (৫৬), মোহাম্মদ রাশেদুল আলম (৬৩), মোহাম্মদ আব্দুস সবুর (৪২), আনছারুল আলম চৌধুরী (৫৯), রায়হান মাহমুদ চৌধুরী (৪২), এরশাদ উদ্দিন (৩৭), এম এ মোনায়েম (৫৭), মো. গোলাম কিবরিয়া চৌধুরী ও সহিদুল আলম।