তিতাসের অভিযানে মিরপুরের রুপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ গ্যাস বিতরণ লাইন উত্তোলন করে বন্ধ করে দেওয়া হয়।
রবিবার (২৬ জানুয়ারি) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে মিরপুর জোনে এই অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এ সময় তিতাসের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা করেন।
অভিযানে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৫০০ সিএফটির দুটি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৮ হাজার ৭০০ টিএফটি গ্যাস সাশ্রয় হবে।
এছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত চার ইঞ্চি বিতরণ লাইন থেকে দুই ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়েছে।