সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৬ জানুয়ারি) তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ছাড়াও অন্তত ৫২ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আক্তার হোসেন জানান, ফরিদুল হক খান ধর্মমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।
অন্যদিকে, ফরিদুল হক খানের অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আড়াল করার জন্য আফরোজা হক ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকার সম্পদ নিজের দখলে রেখেছেন। এতে তারা দুজনই মানিলন্ডারিং, দণ্ডবিধি ও দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।