শীতার্তদের মাঝে ঢাকা জেলা প্রশাসনের কম্বল বিতরণ

রাজধানীর মোহাম্মদপুর, কামরঙ্গীচর বেড়িবাঁধ এলাকার পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সব এলাকার বিভিন্ন বস্তিতে বসবাস করা পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘ইতোমধ্যেই ঢাকা জেলা প্রশাসন থেকে বিভিন্ন শ্রেণিপেশার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগরসহ উপজেলায় কম্বল বিতরণ অব্যাহত থাকবে।’

কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন– ঢাকার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাঁও সার্কেলের পিআইও জাকির হোসেন এবং জেলা প্রশাসনের ভলান্টিয়াররা।