কিশোরগঞ্জ সনাক সভাপতির বিরুদ্ধে মামলা, ন্যায়বিচারের আহ্বান টিআইবির

কিশোরগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ম ম জুয়েলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে এ মামলায় তাকে অহেতুক হয়রানি না করে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানায় টিআইবি।

বিবৃতিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে চলতি বছর ১৪ জানুয়ারি তহমুল ইসলাম মাজহারুল নামে এক আহত ব্যক্তি কিশোরগঞ্জ মডেল থানায় মামলায় করেন। মামলায় সনাক সভাপতিসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়।

টিআইবির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মামলা একদিকে যেমন ছাত্র-জনতার ওপর সংঘটিত নজিরবিহীন সহিংসতার জন্য প্রকৃত দায়ীদের জবাবদিহির সম্ভাবনাকে দুর্বল করছে, অন্যদিকে যথেচ্ছ ও হয়রানিমূলক নিরপরাধ অনেকের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। ফলে বিচার প্রক্রিয়া সম্পর্কে দেশ বিদেশে আস্থা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ঝুঁকি সৃষ্টি করছে।

কিশোরগঞ্জের এই মামলায় ম ম জুয়েলের ন্যায়বিচার প্রাপ্তির দাবি জানানোর পাশাপাশি তাকে অহেতুক হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।