সরকারি চাকরিতে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে শাহবাগে মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত সড়কেই অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং পরবর্তীতে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো- দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন এবং ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ।
এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এখনও পর্যন্ত কোনও আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, আমাদের এখনও পর্যন্ত কোনও ধরনের আশ্বাস দেওয়া হয়নি। এর আগেও আমরা ২০১৭, ২০১৮ এবং ২০২৩ সালে আন্দোলন করেছি। তখনও কোনও সাহায্য পাইনি, গণঅভ্যূত্থানের পরেও আন্দোলন করেছি, তখনও কোনও সুরাহা পাইনি। এর আগের সরকারও সময় নিয়েছে, কাজ করতে চেয়েছে, কিন্তু করে নাই। এখনও একই অবস্থা। যতক্ষণ পর্যন্ত আমরা সন্তোষজনক কোনও আশা না পাবো ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবো।