ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দ ও অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদফতরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তার বিরুদ্ধে প্রতারণা ও জাল জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আবাসন পরিদফতরের আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ইতোমধ্যে গ্রেফতার তৈয়বুর রহমানের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক কর্মকর্তারা জানান, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তৈয়বুর রহমান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।