অণুজীববিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতাকে সভাপতি এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ফ্যামিলি কাউন্সিলর ডরথী বোসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকাভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকরপোরেটেডের (ডুয়াফি) নবনির্বাচিত পরিচালনা পরিষদ গঠন করা হয়।
৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি পদে আছেন ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম-সম্পাদক ড. তারেক মেহেদী এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার জামান। এই কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবে। নতুন বছরের শুরু থেকে এই কমিটির কার্যক্রম চলে আসছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি ড. ইসরাত সুলতানা পূর্ববর্তী কমিটির মতো সাফল্য ধরে রেখে সংগঠনকে গতিশীল এবং নতুন-পুরাতন সব সদস্যকে নিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
আমেরিকার বিভিন্ন রাজ্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর অন্তর-অন্তর পুনর্মিলনী আয়োজন উদ্যোগ নেওয়ার চিন্তার কথা জানান ইসরাত সুলতানা।
তিনি বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি প্রধানের উদ্যোগ নেওয়া হবে।