প‌রিবর্তিত বাংলাদেশ দেখতে আসছেন রুপা হক

প‌রিব‌র্তিত প‌রি‌স্থি‌তি‌তে বাংলা‌দে‌শের অবস্থা দেখ‌তে দে‌শে আস‌ছেন ব্রিটিশ বাংলা‌দেশি সংসদ সদস্য ড. রুপা হক। চল‌তি জানুয়ারি মা‌সেই তিনি বাংলা‌দে‌শে যা‌চ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন। ব‌লে‌ছেন, ‘বাংলাদেশে অ‌নেক প‌রিবর্তন হ‌য়েছে। নি‌জের চো‌খে সেই প‌রিবর্তনগু‌লো দেখ‌তে চাই। বাংলা‌দে‌শে এখন সংসদ নেই। আ‌মি একজন সংসদ সদস‌্য হি‌সে‌বে প্রকৃত গণতন্ত্র দেখতে চাই।’ 

বাংলাদে‌শে জুলাই‌তে ছাত্র-জনতার অভ‌্যুত্থা‌ন চলাকা‌লে ব্রিটিশ সংস‌দে জো‌রা‌লো ভূমিকা রা‌খেন রুপা হক। ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্যদের ম‌ধ্যে তিনি বাংলা‌দেশের যেকোনও  দুযোগপূর্ণ সম‌য়ে নিজের স্বতন্ত্র ও চো‌খে পড়ার ম‌তো অবস্থান জানান দি‌য়ে‌ছেন।

৫২ বছর বয়সী রুপা হক রাজনীতিতে আসার আগে সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন। এই শিল্পী ও লেখক সর্বশেষ কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। 

ড. রুপা হক লন্ড‌নের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসন থে‌কে টানা তিনবা‌র সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমা‌ন সংস‌দে গণমাধ‌্যম বিষয়ক কমি‌টি‌তে গুরুত্বপূর্ণ দা‌য়িত্ব পালন কর‌ছেন তিনি। 

বাংলাদেশ থেকে আসা মোহাম্মদ হক এবং রওশন আরা হকের তিন কন্যার মধ্যে রুপা হক সবার বড়। তার বাবা-মা সত্তর সালে ব্রিটেনে আসেন। তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। সরল ও বিনয়ী আচরণের জন্য তার নির্বাচনি এলাকার ভেতরে এবং বাইরে তুুমুল জনপ্রিয় তিনি।