স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর পৃথক তিন ব্যাংকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মোস্তাফিজুর রহমানের মধুমতি ও মার্কেন্টাইল ব্যাংকের দুটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক দুটিতে তার জমা আছে ৮১ লাখ ৪৪ হাজার ৬৯৫ টাকা। আর তার স্ত্রী শাহিন আক্তারের মধুমতি ও এবি ব্যাংকের দুটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেখানে আছে ৫৯ লাখ ৭৫ হাজার ৯৯০ টাকা। 

জব্দের আবেদন থেকে জানা যায়, মোস্তাফিজুর রহমান চৌধুরী বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দলনেতা মুর্তুজা আল মাহমুদ, মো. ফয়সাল কাদের, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী পরিচালককে সদস্য করে অনুসন্ধান টিম পঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগটির অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে রয়েছে। তারা যেন নিজ নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত অস্থাবর সম্পদ উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর করতে না পারে সেজন্য দুর্নীতির ২৬(২) ৩২৭/১) ধারায় এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এয় ১৮ বিধিমতে নিগুলিবিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আকতার চৌধুরী পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন।