কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) থেকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবি জানিয়েছেন কওমি ছাত্রসমাজ। দোসরদের দ্রুত বহিষ্কার না করা হলে কঠিন আন্দোলন করা হবে বলেও জানান তারা।
বুধবার (১ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ তওহীদ বলেন, গত বছরের ৫ আগস্টের পর এখন পর্যন্ত বেফাককে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হয়নি। কিছু কর্মকর্তা ফ্যাসিবাদের দোসরদের বাঁচাতে চায়। আমরা তাদের বলতে চাই, ফ্যাসিবাদের দোসরদের যদি বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে বেফাকের বিষদাঁতটি উপড়ে ফেলতে রাজপথে নামতে বাধ্য হবো।
তারা জানান, তাদের অপসারণ না করা হলে শুক্রবার (৩ জানুয়ারি) বায়তুল মোকাররম উত্তর গেটে বাদ জুমা বিক্ষোভ মিছিল কর্মসূচি করবে সচেতন করমি ছাত্রসমাজ। এছাড়াও বৃহস্পতিবার (২ জানুয়ারি) সারা দেশের কওমি মাদ্রাসাগুলোতে গণসংযোগ করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– তহা মাহমুদ, আবুল হাসানাত মেহরাব প্রমুখ।