প্রথম ডিক্যাব অ্যাওয়ার্ড পেলেন তিনজন কূটনীতিক রিপোর্টার

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন তিনজন কূটনৈতিক রিপোর্টার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তাদেরকে পুরস্কৃত করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব), বাংলাদেশের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম ডিক্যাব পুরস্কার পেয়েছেন মানবজমিনের সাংবাদিক মো. মিজানুর রহমান, অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের সাংবাদিক মো. নজরুল ইসলাম এবং টিভি ক্যাটাগরিতে মাছরাঙা টিভির সাংবাদিক মাশরেক রাহাত। 

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিশ্ব-দরবারে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব ও নতুন আঙ্গিকে দেশ গড়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে কূটনৈতিক মহল এবং গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় সহযোগিতা এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে, যেখানে তথ্য মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য। কূটনৈতিক সাংবাদিক হিসেবে আপনাদের তথ্য যাচাই, সূত্র পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে সঠিকভাবে প্রতিবেদনে তুলে ধরতে হয়।’

আপনাদের সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যথায় দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত বা অপ্রয়োজনীয় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে তিনি জানান। 

অনুষ্ঠানে ডিক্যাব প্রেসিডেন্ট নুরুল ইসলাম হাসিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক রফিকুল আলম। ডিক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু সঞ্চালনা করেন।