ছবিতে বাংলাদেশ সচিবালয়ে আগুন

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে লাগা আগুন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

রাতভর জ্বলা আগুনে ভবনটির ছয়, সাত, আট ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও ২১১ ফায়ারকর্মী কাজ করেছে। তবে জায়গা সংকটের কারণে ১০টি ইউনিট-ই সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ছবিতে সচিবালয়ের আগুন—

সচিবালয়ে আগুন লাগার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। (ছবি: নাসিরুল ইসলাম)

সচিবালয়ে আগুন লাগা ভবন (ছবি: নাসিরুল ইসলাম)

সচিবালয়ের সামনের রাস্তায় কর্মকর্তা-কর্মচারীরা ও উৎসুক জনতা (ছবি: সাজ্জাদ হোসেন)

সচিবালয়ে সারিবদ্ধ হয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

সচিবালয়ে আগুন লাগার বিষয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ছবি: সাজ্জাদ হোসেন)

সচিবালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (ছবি: সাজ্জাদ হোসেন)

সচিবালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (ছবি: সাজ্জাদ হোসেন)