সচিবালয়ে আগুন: নিরাপত্তা জোরদার

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সর্বোচ্চ এই প্রশাসনিক কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরইমধ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন।

সকাল ৮টার দিকেও ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। তবে আগুন যেন নতুনভাবে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। 

দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই দফতরের আগুনের ঘটনায় এর সামনের মূল সড়কটিতে (পল্টন থেকে জিরো পয়েন্ট) যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর গাড়ি রাখা হয়েছে। সেখানে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি অ্যাম্বুলেন্সও।

সচিবালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (ছবি: সাজ্জাদ হোসেন)

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

নিয়মিত পুলিশ সদস্যরা ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসের সদস্যদের সার্বিক সহযোগিতা করছেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, গভীর রাতে বাংলাদেশের প্রশাসনিক কাজের ফুসফুস হিসেবে পরিচিত সচিবালয়ে কীভাবে এ ধরনের ঘটনা ঘটলো, এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

সচিবালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা