কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর আহত

রাজধানীর কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাব্বির (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কদমতলী আলমবাগ এলাকায় এ ঘটনায় ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

সাব্বিরের বন্ধু পলাশ জানান, সাব্বির জুরাইন বিক্রমপুর মার্কেটের সেলসম্যান হিসাবে কাজ করে। আমি সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন পর ছুটিতে দেশে আসি। আমরা কদমতলী আলমবাগ এলাকায় থাকি। মঙ্গলবার রাতে সাব্বিরসহ আমরা কয়েক বন্ধু বাসার সামনে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় মহল্লার কয়েকজন বখাটে আমাদের ঘিরে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। পরে তাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয়।’

তিনি বলেন, ‘রাত ১১টার দিকে ওই এলাকার কিশোরগ্যাং সদস্য ইকরাম, সাজ্জাদ, শামিম, বেল্লাল, নয়নসহ ২০ থেকে ২৫ জনের একটি দল এসে সাব্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সাব্বিরের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়।’

মো. ফারুক বলেন, ‘সাব্বিরের মাথা, পিঠ ও গোপনাঙ্গে আঘাত লাগে। তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’