প্রার্থনায় বড়দিন উদযাপন

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বুধবার (২৫ ডিসেম্বর)। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই সময় জেরুজালেমে জন্মগ্রহণ করেন। এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে প্রার্থনা হয়েছে দেশের সব গির্জায়। রাজধানীর তেজগাঁও পবিত্র জপমালা রানির ধর্মপল্লিতে সকাল থেকে প্রার্থনারত যিশুভক্তরা।

খ্রিষ্ট ধর্মের প্রবর্তকের জন্ম হয়েছিল অলৌকিকভাবে

প্রার্থনা করছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা

যিশুর জন্মদিনে ভক্তদের প্রার্থনা

প্রার্থনা

শিশু

ছবিতে যিশুখ্রষ্ট

প্রার্থনার আয়োজন

 

জপমালা রানির ধর্মপল্লিতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা