সাত ‘খুনে’ জড়িতদের গ্রেফতারে ২ দিনের আলটিমেটাম, কর্মবিরতির হুঁশিয়ারি

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে সারবাহী একটি জাহাজে সাত জনকে ‘হত্যার’ ঘটনায় জড়িতদের বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে সারা দেশে কর্মবিরতিসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ‘প্রশাসন নির্বিকার দায়িত্ব পালন করছে। সাত জনকে জবাই করে হত্যার পর এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। একজন ইতোমধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। তা না হলে ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের সব নৌ-শ্রমিক লাগাতার কর্মবিরতি পালন করবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সারা দেশে নৌপথের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। মৃত্যুবরণকারী প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান হবে। আহত ব্যক্তিকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

সমাবেশ আরও কথা বলেন– বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি খলিলুর রহমান।

সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের এমভি আল-বাখেরা জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।  তাদের মধ্যে দুই জন চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা যান।