রাজধানীর লালবাগ ও গুলিস্তান এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. তানভীর হোসেন (২৩), মো. আশরাফুল ইসলাম (১৭) ও রায়হান সরদার (২৯)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ছিনতাই করা মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ ডিসেম্বর বিকাল ৪টার দিকে লালবাগ মঙ্গলী মেলায় যাওয়ার সময় শহিদ নগর এলাকা থেকে জনৈক মো. আশাদ বেপারীর মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনায় গতকাল (১৮ ডিসেম্বর) মো. আশাদ বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে আজ সকালে চক্রের মো. তানভীর হোসেন ও মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকা থেকে চক্রের অপর সদস্য রায়হান সরদারকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও জানায়, গ্রেফতাররা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের তানভীর ও আশরাফুলসহ পলাতক অন্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ছিনতাই করতো। তারা ছিনতাই করা মোবাইল ফোনসেটগুলো রায়হান সরদারের মাধ্যমে বাজারে বিক্রি করতো।
গ্রেফতারদের লালবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।