গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ কবি নজরুলে

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ শিক্ষার্থীদের স্মরণে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে কলেজ প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মৃতিচারণ করেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা দুই হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে যে বিজয় অর্জন করেছি, এই নতুন বাংলাদেশে যেন আবার নতুন করে সেই ফ্যাসিবাদ জন্ম না নেয়। এ জন্য ছাত্র-জনতার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমরা এ বিজয় ধরে রাখতে সব সময় সচেতন থাকবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনী, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক জেসমিন আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার বিজয়কে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে, বিদেশি ষড়েযন্ত্র চলছে। তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। তবেই ছাত্র- জনতার এ বিজয় অক্ষুণ্ণ থাকবে।’