সবুজবাগে রিকশাচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রাজধানীর সবুজবাগে বিধান মন্ডল (১৯) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সবুজবাগের বেগুনবাড়ি গ্রীন মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু। বিধান ঢাকা ডেমরা কাইয়েত পাড়ার থাকতেন। তার বাবার নাম মহাদেব মন্ডল। তিন ভাইয়ের মধ্যে বিধান ছিল ছোট।

এনামুল হক মিঠু বলেন, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ থানার বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ই ব্লকে ১২নং রোডে গলার রশি পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিধান মন্ডলের গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে যায়। তার রিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের খালাতো ভাই সুজন মন্ডল বলেন, গতকাল (রবিবার) সন্ধ্যায় সুজন মন্ডল ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়। রাতে আর বাসায় ফেরেনি, পরে ভোররাতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় গিয়ে বিধানকে মৃত অবস্থায় দেখতে পাই। ছিনতাইকারীরা তাকে হত্যা করে তার রিকশাটি নিয়ে গেছে।