দাবি আদায়ে বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম ৩৫ প্রত্যাশীদের

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হয়ে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে দাঁড়াতে দেয়নি। পরে আন্দোলনকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশ করেন। সমাবেশ থেকে আন্দোলনকারীরা ২৮ নভেম্বরের মধ্যে চাকরির বয়সসীমা ৩৫ করার আল্টিমেটাম দেন। দাবি না মানলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান আন্দোলনকারীরা। এরপর ঝটিকা মিছিল করে আজকের মতো কর্মসূচি শেষ করেন তারা।

সমাবেশে মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের এক পর্যায়ে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করে। সেই কমিশনের সুপারিশ না মেনে তারা ৩২এর প্রজ্ঞাপন দেয়। আমরা এই প্রজ্ঞাপনকে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রত্যাখ্যান করলাম। এই প্রজ্ঞাপন মানি না। বয়সসীমা ৩৫ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন ৩৫ প্রত্যাশীরা। ছবি: সাজ্জাদ হোসেন

রাসেল আল মাহমুদ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে ২৮ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা ওইদিন সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’

গত ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৯ নভেম্বর ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ তার কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘যদি কেউ ৩২ কে অযৌক্তিক মনে করে তাহলে তারা ভিন্ন নামে আন্দোলন করতে পারে। তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে, সেটির বিলুপ্তি ঘটাতে আজকে এই কার্যক্রম।