রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর এবং বিড়াল হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা প্রকাশ পেলে সামাজিকমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়। প্রাণীপ্রেমীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন। কুকুর ও বিড়াল হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্থপতি রাকিবুল হক এমিল। ইতোমধ্যে তার সংগঠনের পক্ষে আদাবর থানায় লিখিত অভিযোগ করেছেন অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ। আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান এমিল।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা করা হচ্ছে বলে ফেসবুকে পোস্ট করেন একজন ব্যবহারকারী। এসময় সেখানকার কুকুর-বিড়ালগুলো বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সংক্রান্ত কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রাতে জাপান গার্ডেন সিটিতে ছুটে যান অনেকে।
এদিন রাতে ঘটনাস্থলে ছুটে যান একদল প্রাণীপ্রেমী। এ সময় আদাবর থানা থেকে পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। সেখানে দেখা যায়, জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা খোলা একটি জায়গায় বসে আছেন। কয়েকজনকে পুলিশসহ আসতে দেখে সেখান থেকে অনেকে উঠে চলে যান। ২২ নম্বর বিল্ডিং ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি শাহ নুর ভুঁইয়া সেখানে উপস্থিত ছিলেন।
এসময় তিনি আগত প্রাণীপ্রেমীদের বলেন, আমি নিজেও কুকুরগুলোকে খাবার দেই, আমার বাসা থেকেও দেয়। তাদের প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে। তবে এখানে কুকুরে কামড়ানোর মতো নেতিবাচক ঘটনাও আছে। এই কুকুরগুলোর কোনও মালিক নেই। অনেকে অভিযোগ দেয় কুকুর নিয়ে, আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া আছে নিরাপত্তারক্ষীদের, কুকুর দেখলে বের করে দিতে। আমরা কুকুর এখান থেকে বের করে দেই। তবে আজকের ঘটনা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি সিটি করপোরেশনকে চিঠি দেবো। আপনারা যথাযথ ব্যবস্থা নেন।
তিনি আরও বলেন, আজকে যেটা হলো সেটির সঙ্গে আমরা একমত না। আমরা কুকুরমুক্ত এলাকা চাই, কিন্তু বিষ দিয়ে মারার পক্ষে আমরা না। সিটি করপোরেশন এসে নিয়ে যাক, এটা আমরা চাই। কারণ কুকুরের জন্য সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে।
৬-৭ মাস ধরে প্রচারণা তাহলে কারা চালাচ্ছে কুকুরের বিরুদ্ধে—এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের মতো আরেকটা তরুণ প্রজন্ম আছে, যারা কুকুর চায় না।
তিনি আরও বলেন, ‘আমরা প্রাণিসম্পদ অধিদফতরকে জানিয়েছি। আমরা এই ডেডবডিগুলো ময়নাতদন্ত করবো। এরপর আমরা আদালতে বিস্তারিত প্রতিবেদন নিয়ে আইনি লড়াইয়ে যাবো।’
এদিকে শনিবার দুপুরে আদাবর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ। তিনি পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন সমন্বয়ক। তার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগের তদন্ত চলছে।
এর ঠিক আগের পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করছি, বিষয়টি গুরুত্ব দিয়ে আপনারা বরাবরের মতোই পাশে থাকুন। এই বর্বরতা মেনে নেওয়া যাবে না। এটি কেবল কুকুর হত্যা নয়, বিষ প্রয়োগে কাউকে হত্যা মানে মধ্যযুগীয় বর্বরতাকে মনে-প্রাণে ধারণ করা একটা সমাজের বিরুদ্ধে লড়াই।’
এদিকে প্রাণী হত্যার প্রতিবাদে জাপান গার্ডেন সিটি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে প্রাণীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।