বঙ্গভবনের সামনে মশাল মিছিল নতুন উপদেষ্টার বিরুদ্ধে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি। নতুন উপদেষ্টা হিসেবে শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর রাতে ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল মানুষ বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলছেন, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনও উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না।

বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধা উপেক্ষা করেই বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন তারা।  তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।

প্রতিবাদকারীদের ভাষ্য, আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই উপদেষ্টাকে চাই না। আকিজ গ্রুপের মালিককে আমরা মানি না। ওনি হাসিনার উপদেষ্টা।

এর আগে, রবিবার  সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন করে তিন উপদেষ্টা যুক্ত হয়েছেন। তারা হলেন– শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।