সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সৎ, দক্ষ এবং নির্ভিক এমন লোককে নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ করবে সার্চ কমিটি, যা আইনেই রয়েছে বলে জানিয়েছেন সার্চ কমিটিতে সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।

রবিবার (৩ নভেম্বর) সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় হাইকোর্টে। সচিবালয় থেকে বৈঠকে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেবে সার্চ কমিটি। সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতি ঠিক করবেন কবে নির্বাচন কমিশন গঠন হবে।’