ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ইয়ুথ ফর পলিসির সহযোগিতায় আইইআরএলসিসি ক্লাবের আয়োজনে গ্রিন ম্যানের ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ট্রেনিং রুমে ৬০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘আমার কাছে, আমার চিঠি’ গ্রিন ম্যানের একটি উদ্যোগ, যেখানে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নিজ স্বপ্ন, ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে একটি চিঠি লিখেন। তারপর অতিথিরা তাদের আলোচনায় নানান পরামর্শ ও দিকনির্দেশনা দেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গন্তব্যের স্পষ্ট পথ পরিকল্পনা করতে পারেন।
অধ্যাপক ড. মো. শাহরিয়ার হায়দার বলেন, বর্তমান যুগ এআই প্রযুক্তি নির্ভর হতে চলেছে, আমাদেরও এআই-এর সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।
এসময় অংশগ্রহণকারীরা বলেন, এমন ভিন্নধর্মী আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিৎ। আমরা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবো। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিত হবে।