রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ছয় জনের মধ্যে সোহেল (২০) ও ইসমাইল (১১) নামে দুই জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে ইসমাইল এবং সকাল ৯টার দিকে সোহেল মারা যান।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘সোহেলর শরীরের ৭০ শতাংশ এবং ইসমাঈলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।’

গত ২৫ অক্টোবর রাত ১১টার দিকে রূপগঞ্জ ডরগাঁও গ্রামের একটি টিনসেট বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই বাসার ছয় জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধ অন্যরা হলেন– বাবুল (৪৭), সেলি (৩৬) মো. সুয়েল (২২) মুন্নি (২০) ও তাসলিমা (১৩)।