রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবাকে (৬০) খুনের ঘটনায় অভিযুক্ত মো. মিলন মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, গ্রেফতার মিলন মিয়া নিহত ফারাহ দীবার গাড়িচালক ছিলেন। ঘটনার দিন ফারাহ দীবা বাসায় একা ছিলেন। এ সুযোগে পূর্বপরিকল্পতভাবে ওই বাড়ির সিকিউরিটি গার্ড ও গাড়িচালক স্বর্ণলঙ্কার ও টাকা-পয়সা লুটপাটের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটনায়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকা থেকে র্যাব-৪ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এসব তথ্য জানান।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হয়, আগেরদিন রবিবার সকালে বাসার সিকিউরিটি গার্ড ও গাড়িচালক ফারাহকে হত্যার পর তার বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাসায় তিনি (নিহত) ছাড়া কেউ ছিলেন না। এ সুযোগে অভিযুক্তরা পূর্বপরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরবর্তীতে এ হত্যার ঘটনায় দুইজনকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মিলন মিয়া (২৪) দুই নম্বর এজাহারনামীয় আসামি।
র্যাব আরও জানায়, গ্রেফতার মিলন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা দুইজন মিলে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত আরও অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
এরআগে রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিওএইচএস'র ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে ফারাহ দীবার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তবে শরীরের কোনও আঘাতের কোনও চিহ্ন ছিল না। ওইদিন সকালের দিকে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশ কিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন।
আরও পড়ুন: