রাজধানীর দক্ষিণখানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

রাজধানীর দক্ষিণখান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ও ছুরিকাঘাতে শারফিন ইসলাম সোহেল (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন।

রবিবার (২৭ অক্টোবর) মধ্যে রাতে দক্ষিণখানে মৌশাইর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সর্দার। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য দুই জনকে  আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্যকে কেন্দ্র করে রবিবার মধ্যে রাতে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এসময় মারধর ও ছুরিকাঘাতে তিনজন আহত হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারফিন মারা যান।

এসআই আরও জানান, সোমবার সকালে শারফিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।