বংশালে পেশাদার ছিনতাইকারী সন্দেহে তিনজন গ্রেফতার

রাজধানীর বংশাল এলাকায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশ দাবি করছে। রবিবার (২৭ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতাররা হলো­– আব্দুর রহমান শুভ (১৯), মো. নওশাদ হোসেন (২৫) ও মো. আজিজুল আহম্মেদ অয়ন (২৩)। শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বংশাল এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছে। বংশাল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।