সাবেক জেল সুপার বজলুর রশিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন

মানিকগঞ্জ জেলা কারাগারের সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আকন্দ এবং তার স্ত্রী নাছিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান ও তদন্ত-৫ শাখার উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের সই করা চিঠিতে কমিশন থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

রবিবার (২৭ অক্টোবর) দুদকের সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়, জেল সুপার মো. বজলুর রশিদ আকন্দ ও তার স্ত্রী নাছিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়েরের পর অন্য কোনও কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে এজাহারের কপি, তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের পত্র দ্রুত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়।