যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক ও আরোহী এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন রিকশা আরোহী দিদার এলাহী (৩৪), অপর রিকশাচালক অজ্ঞাত পুরুষ (৪০), তার পরিচয় পাওয়া যায়নি। নিহত দিদার এলাহী, এসবিএসি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার মতিঝিল শাখায় কর্মরত ছিলেন।

রবিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাতুয়াইল মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির ছোট ভাই দিদার রব রিফাত বলেন, তার বড় ভাই গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে ভোরে গাবতলীতে নেমে আরেক বাসে করে মাতুয়াইল আসেন। সেখান থেকে রিকশাযোগে মাতুয়াইলের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, রিকশার পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক ও আরোহী দিদার এলাহী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম বলেন, নিহত দিদার এলাহীর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আজ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

নিহত দিদার এলাহী গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার বাইকা গ্রামের মো. আব্দুল ওয়াদুদ পরামানিকের ছেলে। বর্তমানে মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।