রাজধানীর মোহাম্মদপুরে বছিলা হাউজিংয়ে একটি মিনি সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২ ও সেনাবাহিনী একটি যৌথ দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শিহাব করিম।
তিনি জানান, র্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুর থানাধীন বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলামকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে বছিলার সুপারশপে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ডাকাতি করা হয়েছে।
এ ছাড়া এই গ্রুপটি মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে। তার সঙ্গে অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।