জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শিশুসহ তিনজন আহত  হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই গোলাগুলি হয়। আহতরা হলেন— আলাউদ্দিন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শফিক এবং শিশু সাজ্জানের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালে আহত অবস্থায় আলাউদ্দিন আমিন জানান, তিনি জেনেভা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। পেশায় সেলুনকর্মী। বাচ্চাকে নিয়ে চিপস কিনতে গেলে পেছন দিক থেকে আসা একটি গুলি লাগে তার পায়ে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা আফজাল উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যায় হঠাৎ করে জেনেভা ক্যাম্পের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ুন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যান চলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে ভুইয়া সোহেল গ্রুপ ও পারমনু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বেশ কিছু দিন ধরে এই সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর শক্ত কোনও পদক্ষেপ না থাকায় দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ক্যাম্পে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।