দৃক গ্যালারিতে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী

ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের সহযোগিতায় ও দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে আজ ঢাকার দৃক গ্যালারিতে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বব্যাপী সফররত এই প্রদর্শনীতে ফাউন্ডেশনের বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে একটি স্বাধীন বিচারকমণ্ডলী দ্বারা নির্বাচিত বিগত বছরে তোলা সমগ্র বিশ্বের সেরা আলোকচিত্র সাংবাদিকতা এবং ডকুমেন্টারি আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।

ছবি: সাজ্জাদ হোসেন

দৃকপাঠ ভবনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর ঢাকা সংস্করণের প্রেক্ষাপটের ওপর আলোকপাত করেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, জাতিসংঘের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিকাশ ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান এবং দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার সাবেক জ্যুরি বোর্ড সভাপতি শহিদুল আলম।

ছবি: সাজ্জাদ হোসেন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার এশিয়া অঞ্চলের কোর্ডিনেটর এএসএম রেজাউর রহমান।

ছবি: সাজ্জাদ হোসেন

এর আগে এশিয়া অঞ্চলের সহযোগী হিসেবে দৃক ২০২২ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনীর আয়োজন করেছে নভেম্বর ২০২২-এ। এ ছাড়া দৃক এশিয়া অঞ্চলের ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়ার আয়োজন করে ঢাকায় এবং ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়ার আয়োজন করে অনলাইনে।

ছবি: সাজ্জাদ হোসেন

২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী মোট ছয়টি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে—আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়া।

ছবি: সাজ্জাদ হোসেন

প্রতিযোগিতার এবারের ৬৭তম আসরে ১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর কাছ থেকে ৬১ হাজার ৬২টি আলোকচিত্র ও ওপেন ফরম্যাট এন্ট্রি পাওয়া যায়। ৬১ হাজারেরও বেশি এন্ট্রি থেকে নির্বাচিত বিজয়ী কাজগুলোর মধ্য দিয়ে ধ্বংসাত্মক সংঘাত এবং রাজনৈতিক উত্থান থেকে শুরু করে জলবায়ু সংকট এবং অভিবাসীদের নিরাপদ উত্তরণ সক্রান্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

এ ধরনের গুরুত্বপূর্ণ গল্পগুলোকে একত্র করার ক্ষেত্রে, নির্বাচিত কাজগুলো সমসাময়িক ঘটনাগুলো সম্পর্কে বৃহত্তর বোঝাপড়া এবং সচেতনতাকে উৎসাহিত করে, সেই সঙ্গে বিশ্বের সব কোণে সাংবাদিকতার স্বাধীনতার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।

ছবি: সাজ্জাদ হোসেন

এ বছর বিশ্বব্যাপী সফর শুরু করার আগে, গত এপ্রিলের ১৯ তারিখে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী ২০২৪ আয়োজিত হয় নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। বর্তমানে প্রদর্শনীটি ৬০টির বেশি দেশে সফর করছে।

প্রদর্শনীটি আগামী ১৪ নভেম্বর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ছবি: সাজ্জাদ হোসেন

ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন সম্পর্কে নির্ভরযোগ্য গল্প বলার মাধ্যমে বিশ্বব্যাপী আলোকচিত্র সাংবাদিক, প্রামাণ্য আলোকচিত্রী এবং দর্শকদের সঙ্গে সংযোগস্থাপনকারী একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম।

১৯৫৫ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিষ্ঠা লাভ করে। নিজেদের কাজ আন্তর্জাতিক দর্শকদের কাছে তুলে ধরার জন্য ডাচ আলোকচিত্রীদের একটি দল তখন একটি প্রতিযোগিতার আয়োজন করে, যা ওয়ার্ল্ড প্রেস ফটো নামে পরিচিতি লাভ করে। তারপর থেকে এর লক্ষ্য ও উদ্দেশ্য প্রসারিত হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে আলোকচিত্র সাংবাদিকতা এবং প্রামাণ্য আলোকচিত্রে সেরা অবদানকারীকে পুরস্কৃত করা হয়। বিশ্বব্যাপী সফল প্রদর্শনী কর্মসূচির মাধ্যমে, ওয়ার্ল্ড প্রেস ফটো লাখ লাখ মানুষের কাছে গুরুত্বপূর্ণ গল্পগুলো উপস্থাপন করে।

নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে অবস্থিত ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন একটি সৃজনশীল, স্বাধীন ও অলাভজনক সংস্থ।