‘৩৫’ দাবিতে চলছে দ্বিতীয় দিনের অনশন, অসুস্থ ১০ জন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর (শর্ত সাপেক্ষে) করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে চাকরিপ্রার্থীদের। অনশনে অংশ নেওয়াদের মধ্যে ১০ জনের মতো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর)  রাত ৯টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন আন্দোলনকারীকে স্যালাইন দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানান, প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

চাকরির বয়স ৩৫ করার দাবিতে অনশন করছেন আন্দোলনকারীরা (ছবি: আবিদ হাসান)

আন্দোলনে অংশ নেয়া রুবেল রানা জানান, গতকাল সোমবার রাত থেকে অনশন করছি আমরা। এখন আমাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমরা প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে। এখনও এখানে কয়েকজন স্যালাইন নেওয়া অবস্থায় অনশনে আছেন।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম হয়তো আজ কর্তৃপক্ষের কেউ এসে আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেবে। কিন্তু আমাদের জন্য ও রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।

অনশন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান আন্দোলনকারীরা (ছবি: আবিদ হাসান)

স্যালাইন পুশ করা অবস্থায় অনশনে বসেছেন মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা আশা করছি আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের দাবি পূরণ করবেন। শান্তিপূর্ণ আন্দোলনের সর্বশেষ পর্যায় হলো আমরণ অনশন। এরপরে দাবি মানলে আমরা সহিংস হলে দায় আমাদের না।

প্রসঙ্গত, গতকাল (২১ অক্টোবর)  সন্ধ্যা ৭টার দিকে আমরণ অনশনে বসেন চাকরিপ্রার্থীদের ২৫ জনের একটি দল। সকালে অসুস্থ হয়ে পড়লে পাঁচজন বাড়িতে চলে যান বলে জানান আন্দোলনকারীরা।

আরও পড়ুন-

৩৫-এর দাবিতে পনেরো ঘণ্টা অনশন, এখনও যোগাযোগ করেনি কেউ

প্রজ্ঞাপন না হলে শাহবাগ ছাড়বেন না ৩৫ প্রত্যাশীরা