গৃহপরিচারিকা নির্যাতন: অভিযুক্ত জিনাত ১ দিনের রিমান্ডে

কিশোরী গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার জিনাত জাহান আদরকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফনান সুমি এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সী কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। গুরুতর জখমের শিকার কল্পনা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নির্যাতনের শিকার কিশোরী কল্পনা গণমাধ্যমকে বলেন, ‘আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয় না।’

আহত কল্পনার শরীরের বিভিন্ন জায়গা গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং দাঁত উফড়ে ফেলা হয়েছে। এছাড়াও চুল স্টেইট করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের নানা অংশ।