১২ বিচারপতিকে প্রধান বিচারপতির ‘চায়ের নিমন্ত্রণ’

দুর্নীতি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সূত্র বলছে, নিমন্ত্রণে হাজির হওয়া ১২ বিচারপতি আজকের পর থেকে বিচারিক ক্ষমতা হারাতে পারেন। এমনকি অপসারণও করা হতে পারে তাদের।

ছাত্রদের হাইকোর্ট ঘেরাও কর্মসূচি (ছবি: নাসিরুল ইসলাম)

বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র থেকে চায়ের দাওয়াতের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে সূত্রগুলো এখনই বিচারপতিদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছে। তারা জানায়, প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ পাওয়া ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করা হচ্ছে।  

আইনশৃঙ্খলা বাহিনীর বাধা এড়িয়ে হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে বিচারপতিদের অপসারণ দাবিতে ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন- ‘ঘেরাও কর্মসূচি’ নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্ররা