৯৯৯ নম্বরে ফোন: বন্যার পানিতে আটকে পড়া শিশু-নারীসহ ৩৭ জনকে উদ্ধার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শত শত ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। এ সময় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ভুক্তভোগীদের ফোন পেয়ে বন্যার পানিতে আটকে পড়া শিশু-নারীসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার কয়েকটি গ্রাম থেকে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার সাংবাদিকদের এই তথ্য জানান।

ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় শত শত ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে

তিনি বলেন, রবিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বানিজান গ্রামের কাশিবান বাজার ও ও হালুয়াঘাট উপজেলার বড় খালের পাড় ৩ নম্বর ইউনিয়ন থেকে পৃথকভাবে ৯৯৯ এর ফোন করে জরুরিভিত্তিতে উদ্ধারের অনুরোধ জানানো হয়। তারা জানান, বন্যার পানিতে ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ডুবে গিয়ে নারী-শিশুসহ অনেকে আটকা পড়েছেন।

সংবাদ পেয়ে ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে আসে। ফুলপুর ফায়ার সার্ভিস উদ্ধার করে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১০ জন পুরুষ। আর হালুয়াঘাট ফায়ার সার্ভিস উদ্ধার করে ৩ জন নারী ও ৪ জন শিশু। দুই উপজেলা মিলিয়ে মোট ৩৭ জন জনকে উদ্ধার করা হয়। এছাড়া গৃহপালিত প্রাণীও উদ্ধার করা হয়।