অর্থপাচার প্রতিরোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে তারা এ বৈঠক করেন বলে জানান দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, রবিবার দুপুরে দুদকের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের প্রতিনিধি দলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন তারা।
এ ছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যদি কোনও অর্থ অবৈধভাবে পাচার হয়ে থাকে, তা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে ব্রিটিশ প্রতিনিধি দল সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেয়।