‘মায়ের ডাকের’ সানজিদার ভাইকে বাসা থেকে তুলে নেওয়ায় নাগরিক কমিটির নিন্দা

জাতীয় নাগরিক কমিটির সদস্য ও গুমের বিরুদ্ধে সক্রিয় সংগঠন ‘মায়ের ডাকে’র সংগঠক সানজিদা ইসলাম তুলি’র বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, কোনও ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়া তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটি এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

বিবৃতে বলা হয়, বেআইনি কায়দায় কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়া কেন তাকে বাসা থেকে কেন তুলে নিয়ে যাওয়া হলো এব্যাপারে নাগরিক কমিটি সরকারের কাছে ব্যাখ্যা চায়। এ ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার পেছনে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানায়।

আরও পড়ুন- 

‘মায়ের ডাকের’ সানজিদার ভাইকে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

মায়ের ডাকের সানজিদার ভাই আটক