জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে বলে সাংবাদিদের জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এসব থানায় গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।
আইজিপি আরও বলেন, পুলিশ জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ বাহিনী কাজ করছে। পুলিশের কার্যক্রমে গতি ফিরেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, দেশে পুলিশের মোট ৬৩৯টি থানা আছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে।
এদিকে, এবার দুর্গাপূজা উদযাপনে কোনও ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনও আশঙ্কা নেই। এরপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনও ছাড় দেওয়া হবে না।