হিসাব ও নিরীক্ষা বিভাগের অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে এবার গণ-অনশন কর্মসূচি পালন করছেন সিএজি আওতাভুক্ত নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আসা অডিটররা গত রবিবার থেকেই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। আজ সেই কর্মসূচির অংশ হিসেবেই গণ-অনশনের ডাক দিয়েছেন তারা।
আন্দোলনকারীদের দাবি, সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধু রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করে একই পদে দুই গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে।
অডিটররা বলছেন, গত ১১ সেপ্টেম্বর এ বিষয়ে নতুন জারি করা জিও-তেও বৈষম্য স্পষ্ট। মোট ৩৩৫০ জনের বিপরীতে মোট ৮১১ জনের স্কেল উন্নীত করা হলেও এখনও প্রায় আড়াই হাজার অডিটর ১১তম গ্রেডে রয়েছে।
দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।