আগামী শুক্রবার চলতে পারে মেট্রোরেল

যাত্রীদের দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে সাপ্তাহিক ছুটির দিনেও চলাচল করতে যাচ্ছে মেট্রোরেল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলতে পারে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফের বরাত দিয়ে বিবিসি বাংলা এই তথ্য জানায়। রউফ বিবিসিকে বলেছেন, শুক্রবারে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখার পরিকল্পনা করা হয়েছে।

আগামী বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মোহাম্মদ আবদুর রউফের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ মাসেই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু করা হতে পারে বলেও বিবিসিকে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ স্টেশনটি চালু হতে আরও কয়েকমাস লাগবে বলে জানান তিনি।