শাজাহান খানের এপিএস জাহাঙ্গীর গ্রেফতার

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের হাতে গ্রেফতার জাহাঙ্গীর জমাদ্দার

রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দার। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।